আমি বিশ্বাস করি তুমি সেরা হয়েই ফিরে আসবে: তামিম

স্পোর্টস ডেস্ক: দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে। সাকিবের এমন নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছেন জাতীয় দলের সতীর্থরা। ক্রিকেটারদের মধ্যে সাকিবের সবচেয়ে বড় বন্ধু তামিম ইকবাল তো এ ব্যাপারটি মেনেই নিতে পারছেন না।
সাকিব আর তামিমে ক্রিকেটের যাত্রা প্রায় একই সঙ্গে। আর দীর্ঘ দিন ধরে তারা জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলে আসছেন। তবে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তামিম জানান, সাকিব সেরা হয়েই ফিরে আসবে।
তামিম লিখেন, ‘আগামী ১২ মাস তোমাকে আমাদের সঙ্গে পাবো না, এটা কল্পনাও করতে পারছি না। তবে সাকিব আল হাসান, আমি বিশ্বাস করি তুমি সেরা হয়েই ফিরে আসবে। আগামী বছরের এই দিনেই তুমি ফিরবে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন ও খেলবো।’