‘আমি ব্যক্তিগত জীবনের কথা মানুষের সামনে তুলে ধরতে চাই না’

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কৃতি। এ সময় প্রশ্ন করা হয় সুশান্ত  ও আপনার প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমন গুজব ছড়িয়েছে। এমন খবরে আপনাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেছে কী? জবাবে কৃতি বলেন, ‘এটা আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। তা ছাড়া সুশান্তর সঙ্গে আমার সম্পর্কের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।  আমরা সত্যিটা জানি। সময়ের সঙ্গে আমি উপলদ্ধি করছি, সহ-শিল্পীর সঙ্গে যোগাযোগ রাখাটা ইন্ডাস্ট্রির একটি অংশ। এই কাজটি আমি শান্তিপূর্ণভাবে করতে চাই।’

প্রেম করছেন বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। রাবতা সিনেমার শুটিংয়ের শুরু থেকেই সুশান্ত-কৃতির প্রেমের ‍গুঞ্জন চাউর হয়। এরপর তাদের প্রেমের সম্পর্ক নিয়ে অনেক খবরই শোনা যায়। কিছুদিন আগে হঠাৎ নতুন গুঞ্জন শুরু হয়, ব্রেকআপ হয়েছে তাদের।  শুধু তাই নয় তারা নাকি একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না।

তিনি আরো বলেন, ‘অনেক প্রেমিকযুগল রয়েছেন যারা নিজেদের সম্পর্কের কথা খোলামেলা আলোচনা করেন।  কিন্তু ব্যক্তিগত জীবনের কথা আলোচনায় এনে কী লাভ?  আমি ব্যক্তিগত জীবনের কথা মানুষের সামনে তুলে ধরতে চাই না। বরং আমার কাজ নিয়ে কথা বলতে চাই। যেটা আমার জীবনের একটা অংশ, যা আমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং মানুষ জানেন আমার জীবনে কী ঘটছে। জীবনে কিছু ব্যক্তিগত বিষয় আছে যা আমি গোপন রাখতে চাই।’

দিনেশ বিজন পরিচালিত রাবতা সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ জুন। এ ছাড়া কৃতি বর্তমানে বরেলি কি বরফি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। অন্যদিকে ড্রাইভ, রোমিও আকবর ওয়ালটার, চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্তকে।