
নিজস্ব প্রতিবেদক : আমি ভুল করছি, আমাকে রিমান্ড দিয়েন না। মঙ্গলবার রিমান্ড শুনানিকালে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীকে এমনটাই জানিয়েছে গারো তরুণীকে ধর্ষণের অভিযুক্ত প্রধান আসামি রাফসান হোসেন রুবেল।
মঙ্গলবার ভোরে রুবেলকে দ্বিতীয় দফায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দশদিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই বিএম মামুন।
রিমান্ড আবেদনে তিনি উল্লেখ্য করেন, এ আসামি একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তার সঙ্গে অপর সন্ত্রাসীর যোগসাজশ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং ঘটনার সঙ্গে জড়িত অপর সহযোগিদের গ্রেপ্তারের লক্ষ্যে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ আসামিকে রিমান্ডে পাওয়া গেলে তার দেওয়া তথ্য মতে এর সহযোগী অপর সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এ জন্য এ আসামির দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।
মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে তাকে আদালতে তোলা হয়। কোর্ট শুরু হয় ৩টা ২০মিনিটে। প্রথমে রাষ্ট্রপক্ষে পুলিশ তাদের আবেদন তুলে ধরেন। কিন্তু এদিন রুবেলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতকে রুবেলের কিছু বলার আছে কি না- জিজ্ঞাসা করেন বিচারক।
এ সময় রুবেল আদালতকে বলেন, ‘আমাকে নির্যাতন করা হয়েছে। পুলিশের মারধরের ভয়ে আমি পালিয়ে গিয়েছিলাম।’
রুবেল আদালতকে আরো বলেন, ‘আমি ভুল করেছি। আমাকে রিমান্ড দিয়েন না। আমি সব সত্য কথা বলে দিব।’
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রুবেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে উপস্থিত বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, রুবেল পালিয়ে যাওয়ার পর তাকে খোঁজা হচ্ছিল। হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়েছিলেন। হাতকড়া ঢাকার জন্য তিনি এমন অবস্থা করেন যেন দেখে মনে হয়, তার হাত ভেঙে গেছে।
তিনি বলেন, পালিয়ে যাওয়ার পর থেকে এই আসামি নিজের কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি। তবে তার এক বন্ধুর সঙ্গে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করেন। সেই সূত্র ধরে বাড্ডা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
এর আগে গত ১১ নভেম্বর রুবেলকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যা ব।
এরপর ১৩ নভেম্বর রুবেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। বিকেলে সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর খাস কামরায় রুবেলকে নেওয়া হয়। সেখান থেকে পালিয়ে যায় রুবেল।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। পরে রুবেলসহ কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ৪ নভেম্বর বাড্ডা থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা করেন। এতে রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করা হয়। টঙ্গীর গাজীপুরা এলাকার ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করেন।