বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে রানীর বলিউড ক্যারিয়ার নাকি গড়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী এবং অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না।
সম্প্রতি করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অক্ষয়-টুইঙ্কেল দম্পতি।
অনুষ্ঠানে টুইঙ্কেল বলেন, ‘আমার জীবনে একটা হিট সিনেমা হতে পারত কিন্তু আমি তা ফিরিয়ে দিয়েছিলাম। আর সেই চলচ্চিত্রটি হলো কুচ কুচ হোতা হ্যায়।’
সিনেমাটিতে রানী মুখার্জির টিনা চরিত্রে অভিনয় করার কথা ছিল টুইঙ্কেলের। কিন্তু এতে অভিনয় না করে রানী মুখার্জির ক্যারিয়ার গড়ে দিয়েছিলেন বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে টুইঙ্কেল বলেন, ‘হ্যাঁ, আমি রানী মুখার্জির ক্যারিয়ার গড়ে দিয়েছিলাম।’
এ সময় বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা করে কুচ কুচ হোতা হ্যায় সিনেমাটির পরিচালক করণ জোহর বলেন, ‘‘আমি টুইঙ্কেলকে চিত্রনাট্য শুনিয়েছিলাম। তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে ভাবতে দুদিন সময় নেবেন। এর তিন দিন পর তিনি ফোন করে বলেছিলেন, ‘সিনেমায় শাহরুখ ও কাজল থাকতে আমাকে কেন দেখতে যাবে, আমি এটিতে অভিনয় করব না।’’
করণ আরো বলেন, ‘তার কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম কারণ আমি খুব করে চাইছিলাম তিনি অভিনয় করুক।’
অনুষ্ঠানে টুইঙ্কেল দাবি করেন, অভিনেত্রী হিসেবে তিনি খুব নিম্নমানের ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব নিম্নমানের অভিনেত্রী ছিলাম। মানুষ মেলা সিনেমাটি আমার খারাপ অভিনয়ের জন্যই মনে রাখবে।’ অবশ্য কথাটি তিনি তার সদা হাস্যরসবোধ থেকেই বলেছেন তাতে কোনো সন্দেহ নেই।