বিনোদন ডেস্ক : বলিউডের গুণী নির্মাতা করণ জোহর। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ পর্যন্ত বলিউডের অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। এবার গোপন কথা জানালেন নির্মাতা করণ জোহর।
সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ শিরোনামের সিনেমাটি। এ সিনেমাকে কেন্দ্র করেই ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন করণ। এ সময় নিজের যৌন জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই নির্মাতা।
করণের কাছে জানতে চাওয়া হয়েছিল- ভার্জেনিটি হারানোর বিষয়। এ প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘আমি ২৬ বছর বয়সে ভার্জেনিটি হারিয়েছি। এ ঘটনা ঘটেছিল নিউ ইয়র্কে। আমার নির্মিত অভিষেক চলচ্চিত্র ‘কুচ কুচ হোতা হ্যায়’র মুক্তি উপলক্ষে সেখানে গিয়েছিলাম।’
তবে এ বিষয়ে আর বেশি কিছু বলেননি তিনি। তবে শারীরিক সম্পর্ক স্থাপনের পর কেনাকাটা করতে বেশি ভালোবাসেন বলেও এ সাক্ষাৎকারে জানান করণ। করণের এমন খোলামেলা বক্তব্যে অনেকে আশ্চর্য হয়েছেন। কারণ আগে এতটা বিস্ফোরক বক্তব্য দেননি এই নির্মাতা।
করণ নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো- কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, কাল হো না হো, দোস্তানা, কোরবান প্রভৃতি।