রেজাউর রহমান চৌধুরীঃ দিন দিন নির্বাচনী প্রচার-প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে প্রার্থীদের প্রচার। ঢাকা দুই সিটি নির্বাচনে জমে উঠছে প্রচার-প্রচারণা, তার ব্যতিক্রম নয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড। প্রচার-প্রচারণা ব্যস্ত আওয়ামী-বিএনপি প্রার্থীরা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের বাড়ী বাড়ী যাচ্ছেন প্রার্থীরা।
ব্যস্ত সময় পাড় করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হেলাল তালুকদার। আমাদের প্রতিবেদক সাথে কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হেলাল তালুকদার বলেন; এখন পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা সুন্দরভাবে চলছে।
তিনি আরো বলেন; আমি আশাবাদী আমার প্রাণের ৪৭নং ওয়ার্ড বাসী আমাকে নির্বাচিত করবে, আমি ৪৭নং ভোটারদের উপর শতভাগ আশাবাদী। মোঃ হেলাল তালুকদার বলেন; দেখেন আমি সাধারণ মানুষের সেবা করার একটি সুযোগ চাই। মোঃ হেলাল তালুকদার বলেন; ইনশাআল্লাহ্ যদি মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারে আমি নির্বাচিত হব।


