আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা কাউছার আহাম্মদ বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় মিশরের আল আমিন (৪০) ও ভারতের বামতি কুমার (২৮) নামের আরও দুই যুবক নিহত হয়।

নিহত চট্টগ্রামের যুবক কাউছার আমিরাতের আল-হারাইমান নামের একটি পারফিউম কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

একই কোম্পানিতে কর্মরত বাংলাদেশি তরুণ জুনায়েদ আহাম্মদ জানান, কোম্পানির কাজে আজমান এলাকা থেকে ফুজিরা নামক এলাকায় যাওয়ার পথে আল মালিহা নামক এলাকায় কাউছারদের বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

এতে ঘটনাস্থলেই কাউছারসহ তিনজনের মৃত্যু হয়। নিহত কাউছারের বাড়ি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ মুকিম সিকদারের বাড়িতে।