আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুল এর পরিচালনা পর্ষদ গঠিত

ঢাকা,ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী সূয়াপুর ইউনিয়নে আধুনিক শিক্ষার গতিকে তরান্বিত করার লক্ষ্যে ২০১৫ সালে জনাব মোঃ সাইফুল ইসলাম (ট্রিপল মাস্টার্স ), ইন্জিনিয়ার মো: শরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো: জাহাঙ্গীর আলম জাহিদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই স্বনামধন্য আজকের এই “আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুল “।
 এই বিদ্যালয়ের শিক্ষার মান ঢেরবেশি উন্নয়নের লক্ষ্যে গত ২৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের ব্যবস্থপনা পরিচালক (এমডি)জনাব মোঃ শাহানুর রহমান শানু সাহেবের  সভাপতিত্বে অন্যান্য শেয়ার হোল্ডার ও শিক্ষকদের সমন্বয়ে আগামী ২০২২ও২৩ শিক্ষাবর্ষের জন্য এক চুড়ান্ত কার্যকারি কমিটি (বিদ্যালয় পরিচালনা পর্ষদ) গঠন করা হয়।
উত্ত্ব কমিটিতে :–
সাবেক ডিজিএম জনতা ব্যাংক লিঃ ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপকমিশনার, মিডিয়া এন্ড পাবলিকেশন এবং সূয়াপুর ধামরাই এর কৃতিসন্তান জনাব মোহাম্মদ মঈনুদ্দিন মিয়া -কে সভাপতি,
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক গর্বিত অফিসার জনাব মোঃ আব্দুল হালিম -কে বিদ্যুৎসাহী সদস্য(কো-অপ্ট), বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব মোঃ জাহিদুর রহমান -কে দাতা সদস্য, ও
১.জনাব মো: আব্দুল আওয়াল।
২.জনাব মো: আবুল হোসেন।
৩.জনাব মো:হামিদুর রহমান।
৪.জনাব মো: মোশাররফ হোসেন।
৫.জনাবা মোসা: রুনা আক্তার গণ-কে অভিভাবক প্রতিনিধি,ও জনাবা মোসা:শারমিন আক্তার(ডাবল মাস্টার্স)
জনাব মোঃ আলমগীর হোসেন (বিএঅনার্স -ইংরেজি) -দ্বয় কে শিক্ষক প্রতিনিধি এবং
 জনাব মো: জাহাঙ্গীর আলম জাহিদ (ঢাবি) -কে সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়।
 অতঃপর কমিটি নির্বাচন শেষে বিদ্যালয়ের ব্যবস্থপনা পরিচালক জনাব মোঃ শাহানুর রহমান শানু বলেন, আমরা আশাবাদী এবারের কমিটি সবচেয়ে যোগ্য ব্যাক্তিদের সমন্বয়ে আমরা করতে পেরেছি এবং তাদের কাছে প্রত্যাশা করি তার যেন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ বিদ্যালয়ে শিক্ষার মান আরো বেশি উন্নত করে একটা আধুনিক ও যুগোপযোগী মডেল বিদ্যালয় গড়তে আমাদের সহোযোগিতা করেন। পরিশেষে অত্র বিদ্যালয়ের সকল নবনির্বাচিত  ম্যানেজিং কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।