২০২৫ সাল শাহরুখপুত্র আরিয়ান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সাড়া ফেলে ওটিটি দুনিয়ায়। শাহরুখপুত্র হলেও রাতারাতি নিজস্ব পরিচিতি তৈরি করেছেন আরিয়ান খান।
কিন্তু একসময়ে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কখনই ছেলেকে তারকা হতে দেবেন না। ‘দিলওয়ালে’ সিনেমা মুক্তির আগে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন বাদশাহ। কিন্তু সেই মন্তব্য আবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় উঠে এসেছে। কেন এমন মন্তব্য করেছিলেন শাহরুখ খান? তবে এবার পুত্র আরিয়ান যতদিন না তারকা হয়ে উঠছেন, ততদিন যেন তার নিজের খ্যাতি বজায় থাকে বলে সম্প্রতি এ মন্তব্য করেছেন বাদশাহ।
প্রথমে তিনি সেই মন্তব্যের কথা স্বীকারই করেননি। কথাপ্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘আমি আমার পুত্রকে কখনো আমার মতো তারকা হতেই দেব না।’ আগের মন্তব্যের পেছনে যুক্তি দিতে গিয়ে এ মন্তব্য করেন শাহরুখ। পরে অবশ্য কিং খান জানিয়েছিলেন, তিনি মজা করে অনেক সময়ে নানা রকমের মন্তব্য করে থাকেন। সেটাকে মজা হিসাবেই সবার গ্রহণ করা উচিত। এর মধ্যে কোনো গভীর অর্থ না খোঁজাই সমীচীন।
উল্লেখ্য, আরিয়ান খান ইতোমধ্যে তারকা পরিচালকের তকমা পেয়ে গেছেন। যদিও তার সিরিজের অভিনেতাদের অধিকাংশের দাবি— আরিয়ান মাটির মানুষ। তারকাসন্তান হওয়ার বিন্দুমাত্র চিহ্ন নেই তার মধ্যে। সবার সঙ্গে হাসিখুশি ভাবে কাজ করতে ভালোবাসেন তিনি।


