আরেকটু খতিয়ে দেখব, তারপর সিদ্ধান্ত

এরই মধ্যে সবুজসংকেত দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগের সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইসিবির পরিচালক ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও আশাবাদী, ইংল্যান্ড পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে। তবে বাংলাদেশে আসা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট।

 

ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের নেতৃত্বে তিন সদস্যের নিরাপত্তা দল কদিন আগেই বাংলাদেশ ঘুরে যান। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার রাতে  ইসিবি জানিয়ে দিয়েছে আগের সূচি অনুযায়ী বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। ইসিবির নিরাপত্তা দলের কথায় আস্থা থাকলেও বাংলাদেশ সফর নিয়ে কিছু প্রশ্ন আছে বছর খানেক ধরে ইংল্যান্ডের ওয়ানডে দলে নিয়মিত খেলা প্লাঙ্কেটের।

 

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে সোমবার প্লাঙ্কেট বলেন,  ‘বৈঠকে যা হয়েছিল, ছেলেরা এখনো সেটা বোঝার চেষ্টা করছে। আমি আরেকটু ভাবব সিরিজ শেষে (পাকিস্তান সিরিজ)। হয়তো আরো কিছু লোকের সঙ্গে কথা বলব আমি। তবে রেগের ওপর (রেগ ডিকাসন) ও তার কথায় আমার আস্থা আছে। সিরিজ শেষে আমি আরেকবার ভাবব।’

 

পরিবারের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন বলে জানালেন ইংলিশ পেসার, ‘পত্রিকা খুললেই দেখা যায় গোটা বিশ্বই এখন নানা সমস্যা, আমি তাই ঠিক জানি না। তবে সিরিজ শেষে আমি পরিবারের সঙ্গে কথা বলব, ভালোভাবে ভাবব, আরেকটু খতিয়ে দেখব, তারপর সিদ্ধান্ত নেব।’

 

২০১০ সালে বাংলাদেশে ইংল্যান্ডের সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে দলে ছিলেন প্লাঙ্কেট। বাংলাদেশ সম্পর্কে তাই তার ভালোই ধারণা আছে বলেও জানালেন, ‘বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। জানি সেটা কেমন। উপমহাদেশে আমি অনেকবারই গিয়েছি। আমার তাই আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। এরপর বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

 

এর আগে স্ট্রাউস জানিয়েছিলেন, বাংলাদেশ সফরের জন্য কাউকে জোর করা হবে না। তবে পুরো শক্তির ইংল্যান্ড দলই বাংলাদেশ সফর করবে বলে বিশ্বাস তার। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর কথাও বলেননি।

 

তথ্যসূত্র: ক্রিকইনফো, মেইল অনলাইন।