নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি ইংরেজি, হিন্দি ও জার্মান ভাষাতেও প্রকাশ করা হবে।
বুধবার বইটির বাংলাদেশ সংস্করণের প্রকাশক ও আগামী প্রকাশনের স্বত্বাধিকারী ওসমান গণি এ তথ্য জানিয়েছেন।
ওসমান গণি বলেন, বইটির ইংরেজি সংস্করণ আগামী প্রকাশনী প্রকাশ করবে। হিন্দি সংস্করণ কলকাতার একটি প্রকাশনা সংস্থা প্রকাশ করবে। জার্মানির একটি প্রকাশনা সংস্থা জার্মান ভাষায় বইটি প্রকাশ করবে। ইংরেজি সংস্করণ আগামী বইমেলায় প্রকাশ করা হবে। হিন্দি ও জার্মান ভাষায় অনুবাদের কাজও শুরু হয়েছে।
‘শেখ মুজিব আমার পিতা’বইটি প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয় ১৯৯৯ সালে কলকাতা বইমেলায়। কলকাতার প্রকাশনা সংস্থা ‘সাহিত্যম প্রকাশনালয়’ বইটি প্রকাশ করে। আগামী প্রকাশনী থেকে এই বইয়ের বাংলাদেশ সংস্করণ প্রথম প্রকাশিত হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অমর একুশের বইমেলায়। সেই থেকে বইটির ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে সাতটি সংস্করণ হয়।
বইটিতে ওসমান গণি প্রকাশকের কথায় লিখেছেন ‘গ্রন্থটি মূলত শেখ হাসিনার লিখিত স্মৃতিকথামূলক সংক্ষিপ্ত আত্মজৈবনিক রচনা। যাতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জীবনের অনেক দিক এবং শেখ হাসিনার লড়াই-সংগ্রামের ইতিহাস।’
সূত্র : বাসস।