আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা, যা বললেন স্কালোনি

খেলা ডেস্কঃ সব-সময় একটি অভিযোগ থাকে বাড়তি সুবিধা পেয়ে থাকেন আর্জেন্টিনা। অভিযোগুলো যে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবন্ধ তা এবার জানা গেল। কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের সবগুলো ম্যাচ দিতে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। শুক্রবার বাংলাদেশ সময় আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইকুয়েডরের। সে বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেখানে এক প্রশ্নে যেন রীতিমত হতভম্ব হয়ে পড়েন তিনি।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দলের পরিকল্পনাসহ নানান বিষয় নিয়ে কথা বললেন নিজের টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপার খোঁজে থাকা এই কোচ।

এবারের কোপা আমেরিকায় বেশ কয়েকটি ম্যাচে রেফারিং প্রশ্নবিদ্ধ হয়েছে। সম্প্রতি ব্রাজিলের বিপক্ষে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল স্বীকার করেছে কনমেবল। এদিকে কারও কারও অভিযোগ, আর্জেন্টিনাকে কোপা জিততে সাহায্য করছেন রেফারিরা। অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘এখনকার দিনে যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছা লিখতে পারে। আমি সর্তক থাকবো কারণ তারা কাতারেও একই কথা বলেছে। যখন আপনি জিতবেন, তখন লোকজন বলবে আপনাকে তারা (রেফারিরা) সুবিধা করে দিয়েছে। কারণ তাদের কাছে অভিযোগ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

আরও যোগ করেন, ‘আমি জাতীয় দলের কোচ আর আমি এমন কিছু বিশ্বাস করি না। আমরা কেবল নিজেদের দিকেই নজর দিচ্ছি, যে যা ইচ্ছা বলতে পারে। রেফারি ভুল করতে পারে, এমন হয়, তারাও মানুষ। কিছু খেলা তারা ভিএআর দিয়ে রিভিউ করে, খুব ক্লোজ কল থাকে। আমার মনে হয় না তারা আমাদের সুবিধা দিচ্ছে, মানুষের ভুল হয়ই। এসব একদমই ফালতু কথা।’

নিষেধাজ্ঞার কারণে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দলের সঙ্গে ছিলেন না স্কালোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচ হিসেবে আপনি চাইবেন খেলোয়াড়দের কাছাকাছি থাকতে। শেষ ম্যাচে যা হয়েছে, একটা অদ্ভূত পরিস্থিতি। আমরা আশা করি এমন আর হবে না। দুর্ভাগ্যবশত এমনটা অনেক কোচের সঙ্গেই হয়েছে।’