আর্জেন্টিনার অলিম্পিক দলে বিশ্বকাপজয়ী চার তারকা

খেলা ডেস্কঃ প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও এমিলিয়ানো মার্টিনেজদের দলে চেয়েও পাননি অনূর্ধ্ব-২৩ দলের কোচ কোচ হাভিয়ের মাচেরানো।

তবু অলিম্পিকের জন্য আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ দলের চার ফুটবলারকে দলে পাচ্ছেন তিনি। অলিম্পিকের জন্য চূড়ান্ত করা আর্জেন্টিনার ১৮ সদস্যের দলে থাকা বিশ্বকাপজয়ী চার ফুটবলার হলেন- গোলরক্ষক জেরোনিমো রুয়ি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা।

চার বিশ্বকাপজয়ীর মধ্যে প্রথম তিনজন সুযোগ পেয়েছেন সিনিয়র সদস্য হিসেবে। অলিম্পিক ফুটবলে মূলত দেশগুলোর অনূর্ধ্ব–২৩ দল অংশ নেয়। তবে এই বয়সসীমার বাইরে সর্বোচ্চ তিনজন ফুটবলারকে দলে রাখার অনুমতি রয়েছে। এই কোটাতেই সুযোগ পেয়েছেন রুয়ি, ওতামেন্দি ও আলভারেজ।

আগামী ২৬ জুলাই প্যারিসে পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। তবে ফুটবল ইভেন্টের খেলা শুরু হয়ে যাবে দুই দিন আগেই। অলিম্পিক ফুটবল ইভেন্টে এবার গ্রুপ ‘বি’তে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের গ্রুপসঙ্গী মরক্কো, ইউক্রেন ও ইরাক।

আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড

গোলরক্ষক: জেরোনিমো রুয়ি ও লেয়ান্দ্রো ব্রেয়।

ডিফেন্ডার: ব্রুনো আমিওনে, মার্কো ডি সিসারে, নিকোলাস ওতামেন্দি, গনসালো লুজান, হুয়াকিন গার্সিয়া ও হুলিও সোলের।

মিডফিল্ডার: সান্তিয়াগো হেজে, ক্রিস্টিয়ান মেদিনা, এজেকুয়েল ফার্নান্দেজ, কেভিন জেনোন, ক্লদিও এচেভেরি ও থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লুসিয়ানো গোন্দো, হুলিয়ান আলভারেজ, গিওলিয়ানো সিমিওনে, লুকাস বেলট্রান।