আর্জেন্টিনার দুদার্ন্ত জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে

খেলা ডেস্কঃ পেরুর বিপক্ষে চাপে ছিল না আর্জেন্টিনা। মেসি ও কোচ স্কালোবিহীন ম্যাচে লাওতারো মার্তিনেজ করেছেন জোড়া গোলে পেরু বিরুদ্ধে ২-০ এর জয় তুলে নেন আলবেসেতোরা। আগেই কোয়ার্টার ফাইলান নিশ্চিত করেছে মেসির দল।

পুরো ম্যাচেই বল নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। গেলেও গোলের দেখা পায়নি আকাশি-নীলরা। লিয়ান্দ্রো পারেদেসের ফ্রি-কিক ওপরের পোস্টে লেগে নষ্ট হয়েছে। অবশ্য পেরুর নায়কের ভূমিকায় ছিলেন গোলরক্ষক গ্যালিস। বেশ কয়েকটি শট তিনি ফিরিয়ে দেন। প্রথমার্ধের শেষের দিকে গারনাচোর নেয়া ফিরতি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ০-০ গোল ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখেছে স্কালোনির শিষ্যরা। ৪৭ মিনিটে আনহেল ডি মারিয়ার পা থেকে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে নেন লাওতারো মার্তিনেজ। ম্যাচের ৭০ মিনিটে পেরুর এক ফুটবলার বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি পারেদেস। ৮৬ মিনিটে সেই মার্তিনেজই দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ফলে এ আসরে এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ৪টি। নির্ধারিত সময় শেষে ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।