আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চিলির সীমান্তবর্তী আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। একটি চলন্ত বাস উল্টে ছিটকে পড়লে এসব মানুষ নিহত হন।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

শনিবারের এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, যাত্রীদের আপত্তি সত্ত্বেও খুব দ্রুত গতিতে বাস চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

এশিয়ার বাইরে সর্বোচ্চ পর্বতমালা একাঙ্কাগুয়ার পাশে এ দুর্ঘটনা ঘটেছে। চিলির একটি কোম্পানি বাসটি পরিচালনার দায়িত্বে রয়েছে।

মেন্দোজা প্রদেশের গভর্নর আলেজান্দ্রো গুলে জানিয়েছেন, বাস চালক চিলির নাগরিক। তিনি বেঁচে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। অধিকাংশই আর্জেন্টিনার নাগরিক। তবে নিহতদের মধ্যে চিলি, কলম্বিয়া ও হাইতিরও কয়েকজন রয়েছে।