আর্সেনালের মাঠে জয় দিয়েই শুরু লিভারপুল

ক্রীড়া ডেস্ক : আর্সেনালের মাঠে জয় দিয়েই এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছিল লিভারপুল। এবার নিজেদের মাঠেও ‘গানার’দের হারিয়ে দিল ‘অল রেড’ নামে পরিচিত দলটি।  অ্যানফিল্ডে শনিবার রাতে লিভারপুল জিতেছে ৩-১ গোলে। একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো, সাদিও মানে ও জর্জিনহো ভিনালডাম।  ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফিরমিনো। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানে।  দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আর্সেনালের ড্যানি ওয়েলব্যাক একটি গোল শোধ করেছিলেন। কিন্তু যোগ করা সময়ে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ভিনালডাম।  সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করার জন্য জয়টি গুরুত্বপূর্ণ ছিল লিভারপুলের। বর্তমানে ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা।