আর আসছে না এলজি ফোন!

মোবাইল ফোনের বাজারে দিন দিন বেড়েই চলেছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বাজারে ইতোমধ্যে হারিয়ে গেছে অনেক ফোনের ব্র্যান্ড। এবার সেই পথেই হাঁটতে চলেছে দক্ষিণ কোরীয়র প্রযুক্তিপণ্য নির্মাতা এলজি।

সোমবার (৫ এপ্রিল) মোবাইল ফোন উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৩ সালে মোবাইল ফটোগ্রাফিতে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আবিষ্কারের জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন হিসেবে গণ্য হয় এলজি।

উত্তর আমেরিকায় এখনও জনপ্রিয়তার দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকলেও অন্যান্য জায়গায় এলজি অবস্থান তলানিতে। তবে নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় তারা এখনও বেশ জনপ্রিয়।

এই প্রসঙ্গে প্রতিষ্ঠানটি জানায়, ‘অবিশ্বাস্য প্রতিযোগিতাপূর্ণ মোবাইল ফোনের বাজার থেকে সরে আসার সিদ্ধান্ত এলজিকে ইলেক্ট্রিক ভেহিক্যাল সরঞ্জাম, কানেক্টেড ডিভাইস, স্মার্ট হোম, রোবটিকস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ক্রমবর্ধনশীল জায়গাগুলোতে দৃষ্টিপাত করতে সহায়তা করবে।’

বিগত ৬ বছর ধরে লোকসান মুখ দেখতে হচ্ছে এলজির মোবাইল ফোন ডিপার্টমেন্টের। ধারনা করা হয় এর পরিমাণ ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এই লোকসান আর গুনতে চায় না প্রতিষ্ঠানটি।