আলাদাভাবে নিজেকে প্রস্তুত করছেন বুবলী

দীর্ঘদিনের বিরতি শেষে চলতি বছরের শুরু থেকে কাজ শুরু করেছেন চিত্রনায়িকা বুবলী। বর্তমানে তিনি ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করছেন।

এর আগে ‘চোখ’ শিরোনামের একটি সিনেমায় কাজ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। ছবিতে বুবলীর চরিত্রের নাম রেজনি। ছবিতে নায়ক হিসেবে ছিল নিরব ও রোশান।

এক সাক্ষাতকারে বুবলী বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি একটু থেমে থেমেই কাজ করি। যেন খুব কাজের চাপে পড়তে না হয়। আর পরবর্তী কাজেও যেন সমস্যা না হয়। একটু সময় নিলে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা যায়। সেই ধারাবাহিকতায় বছরের শুরুতেই দর্শকদের সামনে এসেছি।

‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার প্রধান চরিত্র শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। এটি পরিচালনা করবেন তপু খান। আগামী মাস থেকে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ছবির প্রসঙ্গে নায়িকা বলেন, যখন যেই চরিত্রটি করি সেটাই মনে হয় স্বপ্নের। নির্মাতা তপু খান খুবই ভালো আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছেন। সব সময় আলাপ-আলোচনা করছেন। নতুন কিছু করার চিন্তা-ভাবনা করছেন। সিনেমাটিতে আমার যেই চরিত্র সেটি খুবই চ্যালেঞ্জিং। তাই আলাদাভাবে নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। পুরোপুরি প্রস্তুত হয়েই শুটিংয়ে নামবো। শুধু এই দুইটি সিনেমা নয় সামনে আরো বড় চমক আছে বলেও জানান বুবলী।