
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একই অঙ্গনের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে তার প্রতিযোগিতার খবর কারো অজানা নয়। কিন্তু এই আলিয়াকে নিজের প্রেরণা মনে করেন শ্রদ্ধা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে শ্রদ্ধা কাপুর বলেন, ‘কয়েকদিনে আলিয়া নিজের যে পরিসর দেখিয়েছেন তাতে ওকে রীতিমতো সম্মান করা উচিত। আমি তো ওকে নিজের প্রেরণা মনে করি।’
গত বছর ‘বাগী’ সিনেমার সাকসেস পার্টিতে যাননি আলিয়া। তখন থেকেই মূলত দু’জনের প্রতিযোগিতার গুঞ্জন শুরু হয়। তখন এ প্রসঙ্গে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘শ্রদ্ধা খুবই মিষ্টি মেয়ে। সুতরাং ওর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। এইসব আসলে মিডিয়ার মনগড়া! শুটিং থাকার কারণে আমি ওর পার্টিতে যেতে পারিনি। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।’