আলু উত্তোলন শুরু মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : আলু মুন্সীগঞ্জের প্রধান অর্থকরী ফসল। এ বছর ইতিমধ্যে কৃষকরা আলু উত্তোলন শুরু করেছে।

উত্তরবঙ্গের শ্রমিকরা মুন্সীগঞ্জ জেলায় আসতে শুরু করেছেন। পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকেরা মুন্সীগঞ্জে আলু উত্তোলন করতে আসছেন।

জেলার ছয়টি উপজেলায় আলুর আবাদ হয়ে থাকে। এরমধ্যে মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ী ও সিরাজদিখান উপজেলায় আলুর আবাদ বেশি হয়ে থাকে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ময়মনসিংহ, দিনাজপুর, জামালপুরসহ উত্তরবঙ্গের শ্রমিকরা এসে  আলু রোপন ও উত্তোলন করে থাকেন।

পারিশ্রমিক কম হওয়ায় এ শ্র্রমিকদের গুরুত্ব দেন আলু চাষিরা। অনেক শ্রমিক স্ত্রী-সন্তান নিয়ে মুন্সীগঞ্জে আসেন আলু রোপন বা উত্তোলন করতে। আলু উঠানোর সময় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫ হাজার শ্রমিক কাজ করবে।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়েকটি জমিতে বৃহস্পতিবার থেকে আলু উত্তোলন শুরু হয়েছে। এদের মধ্যে একটি জমিতে ৩০ জন নারী শ্রমিককে আলু উত্তোলন করতে দেখা গেছে। পুরোদমে আলু উত্তোলন শুরু হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। চলবে ২০-২৫ মার্চ পর্যন্ত।

পুরুষের চেয়ে নারী শ্রমিকের মজুরি কম। নারী শ্রমিকেরা সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কাজ করে মজুরি পান ২০০ টাকা।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবীর জানান, এ বছর জমি থেকে পানি দেরিতে নামায় আলু চাষে বিলম্ব হয়েছে। এবার আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলায় ৭৮ হাজার কৃষক পরিবার রয়েছে। এ সব পরিবারের ৪ লাখ ৬৮ হাজার সদস্য কৃষিকাজের সঙ্গে জড়িত। এ বছর জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গত বছর ৩৮ হাজার ৫৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়। গত বছর আলু উৎপাদন হয় ১৩ লাখ ৫১ হাজার ১২৯ মেট্রিক টন।

উৎপাদিত আলুর মধ্যে ৬০-৬৫ হাজার মেট্রিক টন বীজ আলু হিসেবে জেলার ৬৮টি কোল্ডস্টোরেজে (হিমাগার) সংরক্ষণ করা হয়। আর কোল্ড স্টোরেজগুলোর ধারণ ক্ষমতা প্রায় ৫ লাখ মেট্রিক টন।