আলেশা হোল্ডিং লিমিটেডের অঙ্গসংস্থা হিসেবে ই-কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্ট ডটকম’র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০১ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ই-কমার্স বিজনেসের যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেশা গ্রুপের চেয়ারম্যান মো. মঞ্জর আলম শিকদার। প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, আলেশা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, কোভিড উনিশের মধ্যে মানুষের সেবা ও ব্যবসার পরিধি বাড়ায় বিশেষ সম্পদ হিসেবে পরিণত হয়েছে ই-কমার্স খাত।