বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। কলেজ জীবনে মডেংলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি।
পড়াশোনায় মন্দ ছিলেন না দিয়া কিন্তু মডেলিংয়ের জন্য পড়াশোনায় ড্রপ দিয়েছিলেন তিনি। তারপর বড় পর্দায় পা রাখেন। অভিনয় নৈপুণ্য আর শরীরি খেলায় ভক্ত হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী।
বলিউডের অনেক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন দিয়া। অ্যাসিড ফ্যাক্টরি, ওম শান্তি ওম, লাগে রাহো মুন্না ভাই প্রভৃতি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
দিয়া শুধু অভিনেত্রী নন, একজন প্রযোজকও। বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
Dia_Mirza
ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন দিয়া মির্জা
Dia_Mirza
আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন দিয়া
Dia_Mirza
কলেজে পড়াশোনাকালে একটি মিডিয়া ফার্মে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন এই অভিনেত্রী
Dia_Mirza
কলেজে পড়াশোনা আর চাকরি-ই নয় এ সময় তিনি স্টিল বিজ্ঞাপন ও টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ শুরু করেন
Dia_Mirza
দিয়া ২০০০ সালে মিজ. এশিয়া প্যাসিফিক বিজয়ী হন
Dia_Mirza
২০০০ সালে ফেমিনা মিজ ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন দিয়া
Dia_Mirza
২০০১ সালে রেহনা হ্যায় তেরে দিল মে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিয়া মির্জার
Dia_Mirza
২০১২ সালে পাঁচ অধ্যায় শিরোনামের সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন দিয়া
Dia_Mirza
২০১৪ সালে দিয়া ব্যবসায়ী সাহিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া