
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এর আগে নানা কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এবার পোশাক বিভ্রাটের মুখোমুখি হয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন তিনি।
সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়ে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন কঙ্গনা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন উইকে মণীশ আরোরার শোয়ের শেষে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলেন কঙ্গনা। এ সময় কঙ্গনার পরনে ছিল মণীশ অরোরার ডিজাইন করা লেহেঙ্গা-চোলি।
ফ্যাশন শোয়ে হাঁটা কঙ্গনার কাছে নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগেও বহুবার ফ্যাশন র্যাম্পে আগুন ধরিয়েছেন তিনি। ওইদিনও মণীশার ডিজাইন করা সবুজ চোলি এবং নানা বর্ণে রঞ্জিত লেহেঙ্গায় অসাধারণ লাগছিল কঙ্গনাকে। কিন্তু পোশাকটি পরার ক্ষেত্রে একটু ভুল করেছিলেন তিনি। কঙ্গনার পরনের চোলিটি বেশ টাইট ছিল, শরীরের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্টে লেগে ছিল। র্যাম্পে হেঁটে কঙ্গনা দর্শকদের দিকে এগিয়ে আসতেই বিব্রতকর অবস্থার তৈরি হয়।
যদিও স্টেজে দর্শকদের সামনে নিখুঁতভাবে হেঁটেছেন কঙ্গনা। কিন্তু ওই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে ভুল করেননি ফটো সাংবাদিকরা।
এবারই প্রথম নয় ২০১২ সালেও একটি ফ্যাশন শোয়ে এমন পরিস্থিতিতে পড়েছিলেন কঙ্গনা রাণৌত।