আলোচনায় পুনম কন্যা পালোমা

বিনোদন ডেস্ক : শ্রীদেবী কন্যা জানভি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দার পর সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আলোচিত হচ্ছে বলিউডের আরো এক তারকা কন্যা। তিনি পালোমা ধীলন। মা বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পুনম ধীলন।

পুনম ধীলন বলিউডের আশি এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী। ১৬ বছর বয়সে গ্লামার দুনিয়ায় পা রেখেছিলেন এবং মিস ইয়ং ইন্ডিয়া শিরোপা জয় করেছিলেন। ১৯৭৮ সালে যশ চোপড়া পরিচালিত ‘ত্রিশূল’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছিল। ১৯৮৮ সালে তিনি প্রযোজক আশোক থাকেরিকে বিয়ে করেন। ১৯৯৭ সালে তাদের ডিভোর্স হয়। পালোমা ছাড়াও পুনমের আনমল নামে এক পুত্র সন্তান রয়েছে।

%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be1
পুনমের মতোই সুন্দরী পালোমা। ২১ বছর বয়সী পালোমা বর্তমানে মুম্বাইয়ের জামনাবাই নার্সিং স্কুলে পড়ালেখা করছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে তার কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবি অনেকেরই চোখে পড়েছে। স্মার্ট ও সুদর্শন পালোমা ধীলন এখন বলিউডের জন্য উপযুক্ত বলে অনলাইনে অনেকে মন্তব্যও করেছেন