
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সারাবিশ্বে আমরা মিলেমিশে বসবাস করি । আমরা একে অপরের সাথে বিভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা করে থাকি। আমি মনে করি বহুজাতিক স্বার্থকে এক করতে আমাদের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। রবিবার ১৪ই মার্চ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ‘কানেকটিভিটি অ্যান্ড ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি অব বে অব বেঙ্গল’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সমুদ্র পুরো বিশ্বকে এক করেছে। আর বহুজাতিক স্বার্থকে এক করতে আলোচনার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বাংলাদেশ শান্তি ও উন্নয়ন সহযোগিতাকে গুরুত্ব দেয়। কানেকটিভিটি ও ব্লু-ইকোনোমি নিরাপত্তা ইস্যুতে অনেক গুরত্বপূর্ণ।’
মোমেন বলেন, ‘উন্নত জাতি গঠনে ভারত মহাসাগরে খনিজ সম্পদের সীমাহীন সম্ভাবনা রয়েছে l তবে পর্যাপ্ত তথ্য না থাকায় এটা একটা বড় প্রতিবন্ধকতা।’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘ইন্দো প্যাসিফিক ধারণায় ভূ-রাজনীতি আর কানেকটিভিটিই প্রধান। কেউ কেউ সরাসরি এর বিরোধী অবস্থানে আছে। আবার কেউ কেউ উন্নয়নের স্বার্থে অগ্রাধিকার দিচ্ছে; যেমন-ভারত ও জাপান তাদের অন্যতম। এর সুবিধা পেতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিকভাবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার কানেকটিভিটি অবকাঠামো তৈরি করে ফেলতে পারে। এই কাজে ভারত এই দেশগুলোর সঙ্গে থাকতে চায়। পুরো অঞ্চলকে যুক্ত করতে এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীদেরও পাশে থাকতে হবে।’
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘বঙ্গোপসাগর পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডের ইঞ্জিন। বাংলাদেশকে ভৌগোলিক অবস্থান কাজে লাগাতে হবে। এক্ষেত্রে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সম্ভাবনার অবকাঠামোও বটে। অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে এই অঞ্চলের কানেকটিভিটিতে জোর দিতে হবে।’
সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের ডিরেক্টর রাষ্ট্রদূত তারেক এ করিম বলেন, ‘কানেকটিভিটি স্থাপন করতে পারলে পুরো অঞ্চলের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। উন্নয়ন সুযোগকে কাজে লাগানোর সময় এসেছে। আমরা এক সময় নিজে নিজেই এ সুযোগকে কমিয়ে ফেলেছি।’
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবন বলেন, ‘কানেকটিভিটি হলে যাতায়াতের খরচ কমাবে অর্ধেকেরও বেশি। আঞ্চলিক সহযোগিতাই পারে উন্নয়ন ও বিকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে। এক্ষেত্রে বাংলাদেশকে পালন করতে হবে প্রধান চালিকা শক্তি হিসেবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। তিনি বলেন, ‘কানেকটিভিটি অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে আঞ্চলিকভাবে সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর মতো নেপাল ও ভুটানও এখানে কাজ করতে পারে। কানেকটিভিটির সুবিধা পেতে মানবসম্পদ বাড়াতে হবে এবং যুক্ত করতে হবে হালনাগাদ প্রযুক্তিকেও।’