
জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ খান বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হচ্ছে ঈমানের সারমর্ম, ঈমানের মূল। ঈমান দুর্বল হলে নামাজ, রোজা, হজ, জাকাতের মতো যেকোনো আমলই নিষ্ফল। এছাড়া দুনিয়া-আখেরাতে মুক্তির কোনো উপায় নেই। তাই সংবিধানে আল্লাহর ওপর পুর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করতে হবে। সোমবার বিকেলে রাজধানীর নবাবপুরে সংগঠনের ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত মহানগরীর মাসিক এজতেমায় (ইছলাহি জলসা) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা জাফর উল্লাহ খান বলেন, ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে সংবিধান থেকে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতাকে বসানো হয়েছে। এটা বড়ই আপসোস ও পরিতাপের বিষয়। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ইভিএম পদ্ধতি পরিহার এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। সংগঠনের ঢাকা মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ফেরদাউস, কেন্দ্রীয় নেতা আলহাজ আব্দুল মালেক চৌধুরী, আলহাজ মোহাম্মদ আজম খান, মাওলানা শেখ অহিদুজ্জামান, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।