আল্লাহর রাস্তায় জিহাদ কল্যাণকর

নিউজ ডেক্স: মাহে রমজানে রোজা পালন একপ্রকার জিহাদ। আর এটি হচ্ছে নফেসর সঙ্গে জিহাদ। জিহাদ শব্দের শব্দমূল ‘জোহদ’ ধাতু থেকে নির্গত। এর অর্থ অনবরত চেষ্টা, পরিশ্রম, অধ্যবসায়, যুদ্ধ। জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটি মৌলিক পরিভাষা। এর অর্থ হলো আল্লাহর দ্বীনের জন্য ছোট-বড় সবধরনের চেষ্টা চালানো। দাওয়াতে দ্বীন থেকে যুদ্ধ পর্যন্ত এর ক্ষেত্র প্রসারিত।

পবিত্র কোরআনে রাব্বুল আলামিন এরশাদ করেন, ‘যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করবো। আল্লাহ অবশ্যই সত্কর্মপরায়ণদের সঙ্গে থাকেন। (সূরা আনকাবূত : আয়াত ৬৯)।

আল্লাহ তাআলা আরো বলেন, ‘তোমাদের ওপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, হতে পারে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে, আল্লাহ যা জানেন, তোমরা তা জান না।’ (সূরা বাক্বারা : ২১৬)

রাব্বুল আলামিন আরো বলেন, ‘ওজর ব্যতীত বসে থাকা লোক কখনো জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদকারী লোকের সমান হতে পারে না। আল্লাহ বসে থাকা লোকদের চেয়ে বেশি ফজিলত, মহান বিনিময়, সম্মান ও মর্যাদা এবং ক্ষমা ও রহমত দান করেন মুজাহিদদের। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল মেহেরবান।’ ( সূরা নিসা : ৬৫-৬৬)

প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) ৬১০ খ্রিষ্টাব্দের রমজান মাসে প্রথম ওহি প্রাপ্ত হন। তার কিছুদিনের মধ্যে ইসলাম প্রচার করার নির্দেশ লাভ করেন। তিনি ইসলাম প্রচার করতে শুরু করলে মক্কার কাফির মুশরিকরা তাঁর উপর নানা ধরনের জুলুম-নির্যাতন চালায়। এ সময়ে তাঁর কাছে যেসব ওহি নাজিল হয়, তাতে জিহাদ শব্দের উল্লে¬খ থাকলেও তা ধৈর্য ধারণ করা এবং হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর উপদেশ দ্বারা প্রচার করার অর্থে ব্যবহৃত হয়েছে।

একবার এক অভিযান থেকে ফেরার পথে প্রিয়নবী (সা.) বলেন, ‘আমরা ছোটো জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করছি। এখানে ছোটো জিহাদ হচ্ছে অস্ত্র দ্বারা যুদ্ধ আর বড় জিহাদ হচ্ছে নফেসর সঙ্গে যুদ্ধ। হযরত আবুজার (রা.) থেকে বর্ণিত, আমি রাসূলকে (সা.) জিজ্ঞাসা করলাম, কোন আমল উত্তম? তিনি বললেন- ‘আল্লাহর ওপর ঈমান ও আল্লাহর রাস্তায় জিহাদ।’ (বোখারি ও মুসলিম)

পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা বলবো না, যা তোমাদেরকে পীড়াদায়ক আজাব থেকে রক্ষা করবে? (আর তা হলো) তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনবে, জান-মাল দিয়ে তাঁর রাস্তায় জিহাদ করবে। তোমরা যদি বোঝো তাহলে, তাহলে এটি তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন, তোমাদের এরকম বেহেশতে প্রবেশে করাবেন, যার পাশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সুন্দর বাসস্থান এবং আদর্শ জান্নাতে স্থান দেবেন। আর এটি হবে বড় বিজয়।’ (সূরা সাফ : ১০-১৩)

জিহাদের ফজিলত অনেক। হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলে করিম (সা.) বলেছেন, ‘বেহেশতের মধ্যে একশ’টি মর্যাদা (সিঁড়ি) আছে, আল্লাহ মুজাহিদদের জন্য সেগুলো তৈরি করে রেখেছেন। দু’টি মর্যাদার মধ্যে আসমান ও যমিনে মধ্যে যতটুকু ব্যবধান ঠিক ততটুকু ব্যবধান রয়েছে।’ ( বোখারি)

হযরত আমর বিন আস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সামান্যতম সময়ও আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তার চেহারার জন্য দোজখের আগুন হারাম করে দেবেন।’ (আহমদ)

আল্লাহর রাস্তায় জিহাদে অর্থ দান করলেও বিরাট সওয়াব পাওয়া যায়। জিহাদে অংশগ্রহণকারী লোকদের প্রস্তুতিতে সাহায্য করলেও জিহাদের সওয়াব পাওয়া যাবে। যায়েদ বিন আল জোহানি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো যোদ্ধাকে অস্ত্র, অর্থও অন্যান্য সামগ্রী দিয়ে প্রস্তুত করে দেয় সেও গাজীর (মুজাহিদ) মর্যাদা লাভ করবে। আর যে ব্যক্তি যোদ্ধার অবর্তমানে তার পরিবার পরিজনকে তদারক ও সাহায্য করবে সেও মুজাহিদের মর্যাদা লাভ করবে।

রাসূল (সা.)-এর জীবদ্দশায় রমজানে অনেক ছোট-বড় জিহাদ সংঘটিত হয়েছে। রমজান মুসলমানদের শক্তি ও প্রেরণা জোগায়। এই রমজানে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআনের আদেশ-নিষেধ তথা ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের জন্য এই রমজানেই কয়েকটি গুরুত্বপূর্ণ জিহাদ সংঘটিত হয়েছে। রমজানের বরকতেই মুসলমানরা সেগুলোতে বিজয় লাভ করেছে। মুসলমানরা এই মাসে এত বিজয় লাভ করেছে যা অন্য কোনো মাসে সম্ভব হয়নি। মুসলমানের জিহাদ ও বিজয় অভিন্ন। জিহাদ না থকলে মুসলমানরা দুর্বল হয়ে যায়।

রমজানে রাসূল (সা.)-এর জীবদ্দশাতেই দুটো গুরুত্বপূর্ণ জিহাদ সংঘটিত হয়েছে। প্রথমটি বদরের যুদ্ধ ও দ্বিতীয়টি হচ্ছে মক্কা বিজয়। দ্বিতীয় হিজরির ১৭ রমজান মুসলমানরা মদিনা থেকে দক্ষিণে বদর প্রান্তরে মক্কা থেকে আগত কোরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ ইসলামের শিকড় মজবুত করেন এবং ইসলাম গোটা আরব এলাকায় ছড়িয়ে পড়ে।

রাসূল (সা.)-এর ইন্তেকালের পরেও অনেক জিহাদ সংঘটিত হয়েছে যাতে মুসলমানরা বিজয় লাভ করেছেন। খোলাফায়ে রাশেদিন এবং তার পরবর্তী সময়ে এই রমজান মাসে মুসলিম শাসকরা জেরুসালেম, পারস্য, রোমসহ অনেক বিজয়ের সূর্য ছিনিয়ে আনে।

রাব্বুল আলামিন রমজান মাস উপলক্ষে আমাদের আল্লাহর ওপর ঈমান ও আল্লাহর রাস্তায় নিজেদের জান-মাল উৎসর্গ তথা সঠিকভাবে জিহাদ করার তাওফিক দান করুন। -আমিন।