আল্লাহি আল্লাহ রহম কারো যেকোন মার্কাকে জয়ী কারো?

স্টাফ রিপোর্টারঃ এই গানের কথাগুলো ছিল উর্দু ভাষায়, গানটি গেয়ে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূর জাহান। সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় পায় গানটি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালে ৩০ লক্ষ্য শহীদের ও হাজারো মা-বোনদের আত্মত্যাগের বিনিময় অর্জিত হয় মায়ের ভাষা বাংলা ও বাংলাদেশ। অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে ঢাকা উত্তরের উপ-সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রচার-প্রচারোণায় মাইকে উচ্চ স্বরে বাজানো হয় আল্লাহি আল্লাহ কিয়া কারো যেকোন মার্কাকে জয়ী কারো? প্রচার-প্রচারোণা চলছে প্রতিদিন, লিফলেট, ব্যানার, পোস্টার দিয়ে, কিন্তু জনপ্রিয় গানকে নকল করে নাম না জানা শিল্পদের দিয়ে গায়িয়ে চালাচ্ছেন প্রচারোণা। বাংলা গান নকল বা তৈরী করা সেটা না হয় বুঝা যায়, কিন্তু অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে পাকিস্তানি শিল্পদের গান দিয়ে প্রচারোণা করা কি বাংলা ভাষাকে অসম্মান করা হয়নি?