অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা হাসাপাতালে ১৪দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সীমানা স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।
সীমানার অকাল মৃত্যুতে সহশিল্পীরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। হাতড়াচ্ছেন তার সঙ্গে কাটানো নানা স্মৃতি। অভিনেত্রীকে নিয়ে দিচ্ছেন নানা বেদনাময় স্ট্যাটাস।
এরই অংশ হিসেবে অভিনেত্রী শাহনাজ খুশি নিজের ফেসবুক ওয়ালে অভিনেত্রী সীমানা ও তার দুই ছেলেকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে শাহনাজ খুশি লিখেছেন, ‘সীমানা……..!তুই কি দেখতে পাচ্ছিস তোর প্রাণের বাচ্চা দুইটাকে?! এত পাহাড়সম বেদনায় ভারি ছবি আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না! পাখির বাচ্চা দুইটা আজ হয়তো বুঝতে তেমন পারছে না যে, আসলে কি হয়েছে!
কিন্তু সময়ের নিষ্ঠুরতা ওদের শুন্যতা, ওদের হিসেব কষে বলে দেবে?! মা! কিছুতে পূরণ না হওয়া একটা আশ্রয়, একটা নিশ্চিত নির্ভরতা!
কত স্বপ্ন ছিল তোর বাচ্চাদের নিয়ে! আল্লাহ যেন কোনো সন্তান এমন বয়সে/ এমন করে মা হারা না করে।
শাহনাজ খুশি আরেকটি স্ট্যাটাসে সীমানাকে নিয়ে লেখেন, প্রতিদিন সকালে উঠেই, আগে নিউজ স্ক্রল করে দেখি, তোর কোনো ভালো খবর আছে নাকি। আজও তাই করতে যেয়ে, তোর এ খবর পেলাম!
তোর সঙ্গেকার সব স্মৃতি দুই চোখে ভীড় করছে, তোর বাচ্চা দুইটা……….!সব যন্ত্রণার অবসান হলো আজ। শান্তিতে ঘুমা!