
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনায় আত্মঘাতী নারী জঙ্গির গ্রেনেডে আহত শিশু সাবিনা সুস্থ হয়ে উঠছে। তার অবস্থা আগের চেয়ে ভাল বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।
গত শনিবার দুপুর ১২টা ২৮ মিনিটের দিকে কথিত পলাতক জঙ্গি সুমনের স্ত্রী শাকিরা পুলিশের কাছাকাছি এসে সুইসাইডাল ভেস্টের মাধ্যমে গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ সময় জঙ্গি আস্তানায় থাকা সাত বছরের শিশু সাবিনা তার পাশে থাকায় গুরুতর আহত হয়। গ্রেনেড বিস্ফোরণে সঙ্গে সঙ্গে মারা যান হামলাকারী শাকিরা। সাবিনাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই দিন রাতেই তার শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এর পর তাকে হাসপাতালে চতুর্থ তলায় পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হয়।
ঢামেক হাসপাতালের চিকিৎসক ডা. আমিনা রেজা জানান, শিশুটির শরীরে অস্ত্রোপচারের পর আজ সকালে আমরা তাকে দেখেছি। সে আমাদের কাথার জবাব দিচ্ছে। দেখে স্বাভাবিকই মনে হলো।
তিনি বলেন, তার পেটে অস্ত্রোপচারের কারণে কোনো ধরনের খাবার দেওয়া হচ্ছে না। শুধুমাত্র স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অপারেশনের সময় আমরা দেখেছি, তার বুকের চামড়ার ওপর আঘাত রয়েছে, বাম হাত ভাঙা। তবে পেটের আঘাতটি খুবই গুরুতর ছিল। পেটে গ্রেনেডের স্প্লিন্টারে তার খাদ্যনালীর কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছিল। তবে সেসব জায়গা রিপেয়ার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, সাবিনার বাবার নাম ইকবাল। তিনি কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার মা আত্মঘাতী হামলায় নিহত শাকিরা। স্বামী মারা যাওয়ার পর শাকিরা কথিত পলাতক জঙ্গি সুমনকে বিয়ে করেন। এর পর মেয়েকে নিয়ে তিনিও নব্য জেএমবিতে সক্রিয় হন।
অভিযানের সময় আত্মসমর্পণকারীদের বরাত দিয়ে মনিরুল ইসলাম আরো জনান, গত কয়েক মাস ধরে সুমন আত্মগোপনে রয়েছেন।
এদিকে বড়দিন ও থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে বড় ধরনের আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, এ হামলার জন্য শাকিরা ও তার মেয়েকে সিলেক্ট করা হয়েছিল।