
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা থেকে আলামত সংগ্রহ করছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান ও এডিসি আব্দুল মান্নানসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ভেতরে ঢোকেন।
পুলিশ কর্মকর্তারা জানান, তারা জঙ্গিদের ব্যবহৃত ও সংগৃহীত জিনিস আলামত হিসেবে সংগ্রহ করছেন।
শুক্রবার রাতে দক্ষিণখানের আশকোনায় সূর্য ভিলা নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরের দিন এক নারী জঙ্গি আত্মঘাতী হন ও কিশোর আফিফ কাদেরী নিহত হন। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করে পুলিশ।