
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত এ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ে ডা. সুস্মিতা সরকার
সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
রায়ের পর ডা. সুস্মিতা সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এ রায়ে আমরা প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি, সাংবাদিকসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ রায় উচ্চ আদালতে বহাল রেখে দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। আমরা আশা করছি উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে।’
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা খান সাহেব স্টেডিয়ামসংলগ্ন লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার কলাগাছিয়া শান্তিনগর এলাকায় লাশ ভেসে উঠলে অপহৃত সাতজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।