
সংবাদদাতা: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ফায়দাবাদ কাঁঠালতলা এলাকায় ঘনবসতিপূর্ণ ও ঘিঞ্জি পরিবেশে অবস্থিত আশা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শনের জন্য সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগ থেকে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো সাড়া মেলেনি। এই পরিপ্রেক্ষিতে, ক্রাইম পেট্রোল বিডি দেশের দশটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক ও তদারকি দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
১০ দপ্তরে অভিযোগ, নেই কোনো তদারকি
নিরাপদ খাদ্য ও পরিবেশগত ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সরকারি সংস্থায় অভিযোগ পাঠানো হয়। এর মধ্যে রয়েছে:
• বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (চেয়ারম্যান বরাবর)
• বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
• পরিবেশ অধিদপ্তর
• কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান অধিদপ্তর (মহাপরিদর্শক ও উপ-পরিদর্শক)
• খাদ্য অধিদপ্তর (অতি:মহাপরিচালক ও মহাপরিচালক)
• ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৭ (আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা)
• তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোং লি. (ব্যবস্থাপনা পরিচালক)
• ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (মহাপরিচালক)
অভিযোগ দায়ের সত্ত্বেও, গত ২৩/০৯/২০২৫ তারিখ থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আশা ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে তদারকি বা পরিদর্শনে যায়নি। কর্তৃপক্ষের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।
‘বিষ খাচ্ছে’ ক্রেতারা, পর্দা অন্তরালে পরিদর্শকরা
প্রতিষ্ঠানগুলোর এই নিষ্ক্রিয়তা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, এই সকল সরকারি দপ্তর যেন শুধু ‘লিখনি সাইনবোর্ড, কাগজ-কলম ও ফাইল কেবিনেটের’ মধ্যেই সীমাবদ্ধ। মাঠে সক্রিয় পরিদর্শক আছেন কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠেছে, এই পরিদর্শকরা থাকেন পর্দার আড়ালে—তাদের ধরা, ছোঁয়া বা দেখা অসম্ভব।
এদিকে, বাজারে মানহীন পণ্যে ছয়লাব আশা ফুড প্রোডাক্টসের উৎপাদিত খাদ্যদ্রব্য। একটি সূত্র জানিয়েছে, “বাজার থেকে কিনে ছোট-বড় সবাই যেনো বিষ খাচ্ছে।” অভিযোগ রয়েছে, প্রতি মাসে মাসোয়ারা পেয়ে যান প্রত্যেক অধিদপ্তরের ‘স্যারেরা’, আর এ কারণেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
হকার থেকে শত কোটি টাকার মালিক আশা ফুড প্রোডাক্টসের মালিক আওলাদ হোসেনের উত্থানও বেশ চাঞ্চল্যকর। তাঁর চাচা আব্দুল আজিজ ক্রাইম পেট্রোল বিডিকে জানান, আওলাদ ১৯৯০ সালে তাঁর হাত ধরে ঢাকায় আসেন এবং প্রথমে তাঁর বেকারি পণ্য দোকানে দোকানে বিক্রি করতেন। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই আওলাদ নিজে একটি বেকারির মালিক বনে যান।
বর্তমানে আওলাদ হোসেন শত কোটি টাকার মালিক। তাঁর সম্পত্তির মধ্যে রয়েছে:
• উত্তরা ৬ নম্বর সেক্টরে বাড়ি।
• দিয়াবাড়িতে ফ্ল্যাট।
• কাঁঠালতলায় নিজস্ব ফ্যাক্টরি ও জমি।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি অভিযোগ করেন, আওলাদ বিগত ১৫ বছর যাবৎ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবং আওয়ামী সরকারের প্রভাব বিস্তার করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তিনি বেকারি সমিতির সভাপতিও ছিলেন বলে জানা যায়।
‘ঝামেলা এড়াতে মাসোহারা’ অন্য একজন বেকারির মালিক ক্রাইম পেট্রোল বিডিকে জানান, “আমাদের উপরে যেন প্রশাসনিক কোনো ঝামেলা না হয় তাই আমরা আওলাদকে প্রতি মাসে মাসোয়ারা দিয়ে থাকি।” এই মন্তব্যে বোঝা যায়, শুধুমাত্র প্রভাবশালী হওয়ায় স্থানীয় অন্য ব্যবসায়ীরাও আওলাদের কাছে জিম্মি।
এই সকল অভিযোগ প্রসঙ্গে জানতে আওলাদ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। সরকারি কর্তৃপক্ষের অবহেলা এবং প্রভাবশালী ব্যবসায়ীর এই অবৈধ কর্মকাণ্ডে ভোক্তা সাধারণের স্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে।