আশা ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আব্দুল্লাহপুর, ফায়দাবাদ, কাঁঠালতলা এলাকায় অবস্থিত আশা ফুড প্রোডাক্টস দীর্ঘদিন ধরে শিশুখাদ্যসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছে। এই প্রতিষ্ঠানটি পরিদর্শনের জন্য সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর বার্তা বিভাগ থেকে তিনবার (১৮/০৬/২০২৫, ১৮/০৭/২০২৫ এবং ১৮/০৮/২০২৫) পত্র প্রেরণ করা হয়। প্রতিটি পত্রে পরিদর্শনের সময় চেয়ে অনুরোধ করা হলেও, আশা ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ কোনো উত্তর দেয়নি।
ফলে, ক্রাইম পেট্রোল বিডি-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির খাদ্যের মান এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিক আছে কিনা তা জানতে চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। চিঠি প্রাপ্ত দপ্তরগুলো হলো: খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোং লিমিটেড, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৭।
সাধারণ জনগণের ভাষ্যমতে, আশা ফুড প্রোডাক্টসের ফ্যাক্টরিটি একটি আবাসিক এলাকার ভেতরে অবস্থিত। জনবহুল এলাকায় এমন একটি ফ্যাক্টরি থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন। তাই, তাদের দাবি, জরুরি ভিত্তিতে ফ্যাক্টরিটিকে অন্য কোনো নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক।