আশুলিয়ায় থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

কেএম সবুজ, আশুলিয়া: সাভারের আশুলিয়ায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক জানালা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও সম্পূর্ণ পুড়ে গেছে বাসটি।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সব কিছুই পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মোটরসাইকেলে করে দুইজন হেলমেট পরা দুর্বৃত্ত এসে হঠাৎ করে বাসে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যায়।

বাসচালক আব্দুল সাত্তার বলেন, “আমি বাসের ভেতর ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের উত্তাপে জেগে উঠি এবং জানালা দিয়ে লাফ দেই। তখন দেখি দুই মোটরসাইকেলে চারজন লোক দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। আমি চিৎকার দিলে তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে আমার হাঁটুতে আঘাত লেগেছে।”

বাসের মালিক মো. সোহেল রানা বলেন, “এই বাসটাই ছিল আমার একমাত্র উপার্জনের উৎস। কে বা কারা এমন ক্ষতি করল আমি জানি না, তবে আমি এর ন্যায্য বিচার চাই।”

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে দুর্বৃত্তদের পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে।