
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক জগদীশ সিং (৫০)-কে আবারও গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।
আশুলিয়া থানায় দায়ের হওয়া মামলা নং-৩১/০৪/২৫-এ বলা হয়েছে, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
অভিযোগ রয়েছে, জগদীশ সিং বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে দেশে প্রবেশ করেন। তার প্রতারণামূলক কার্যক্রমের কারণে আশুলিয়ার লা-মীম অ্যাপারেলস নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৫ হাজার শ্রমিক।
ভুক্তভোগীদের অভিযোগ, এই প্রতারকের কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতি ও গার্মেন্টস খাতকে হুমকির মুখে ফেলেছে। তারা জগদীশ সিংয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, গত রবিবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জগদীশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি জগদীশ সিং ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নথি তৈরি, স্বাক্ষর জাল এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান।
এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আসামির অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।