আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: লোমহর্ষক বর্ণনা রাজসাক্ষী আফজালুলের

গেলো বছরের ৫ আগস্ট ওসি সায়েদের নির্দেশেই আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশেই পেট্রোল ঢেলে ছয় মরদেহ পুড়িয়ে দেয় তারা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ বুধবার (১৯ নভেম্বর) ছয় লাশ পোড়ানোর মামলায় এ লোমহর্ষক বর্ণনা দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক।

সাক্ষ্যে শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে, শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এসআই আফজালুল বলেন, আশুলিয়া থানার সামনে এএসআই বিশ্বজিৎসহ আরও কয়েকজন পুলিশ সদস্য ছাত্র-জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলি করে।

এসময় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন ওসি সায়েদ তার ঊর্ধ্বতন কারো সাথে ফোনে কথা বলছিলেন বলে দেখেন রাজসাক্ষী আফজালুল।

পরে ওসি সায়েদের নির্দেশ মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে এবং পরে পিকআপে উঠায়। এরপর এ বিষয়ে ওসি সায়েদ এসআই মালেক ও এএসআই বিশ্বজিতের সাথে পরামর্শ করেন। তখন তা দেখে আফজালুল নিজে তার পিস্তল সাথে নিয়ে থানা ত্যাগ করেন।

এর ১০ দিন পর ১৫ আগস্ট থানায় এসে তিনি অস্ত্র জমা দেয়ার সময় জানতে পারেন, মরদেহগুলো ওসি সায়েদ ও বিশ্বজিৎসহ অন্যরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছেন।