
আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়া ওসি শেখ মোহাম্মদ মহসিনের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ জনগণ । সূত্রে জানা যায় আজ বেলা আনুমানিক তিনটার সময় ক্রাইম পেট্রোল বিডি সংবাদদাতা নূর মোহাম্মদ নূরু নিজেকে সাংবাদিক পরিচয় দেবার পরেও অকথ্য ভাষায় ওসি মহসিন বলে তোর পেশাগত দায়িত্ব পালনের গুষ্টি কিলাই । সালার বাঞ্চত তুই ক্যামেরা নিয়া এখানে কি করস । এ কথা বলে নুরুর গালে সজোরে থাপ্পর মারে । তোর ক্রাইম পেট্রোল চুদার সময় আছে । ডজন ডজন সাংবাদিকে লক্ষ্য লক্ষ্য টাকা চাদা দেই আমি । আমার সম্পাদক একজন বীর মুক্তিযোদ্ধা ওসি মহাসিন তাৎক্ষনিক রাগে ক্ষোভে বলে মুক্তিযোদ্ধারা হলো বড় চিটার । এই বাটপাদের নাম ওনিবি না আমার কাছে ? । তখন নুরু প্রতিবাদ করে মুক্তিযোদ্ধাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না তখন ওসি মহাসিন নুরুকে সজোরে ধাক্কা দিয়ে বলে শালা চলে যা । পর্ব-১