
নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ায় এক নারীর ৩৫ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে ঝিনাইদহ থেকে তাকে আটক করা হয়।
গত পয়লা সেপ্টেম্বর রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার মাসুদ মিয়া নামের এক প্রবাসীর বাড়ি থেকে ওই নারীর ৩৫ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের দুই দিন আগে এক পুরুষের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় ওই নারী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মলয় কুমার সাহা জানান, ঝিনাইদহ থেকে মুকুল নামের এক ব্যক্তিকে ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি হত্যাকারীদের একজন।
তিনি বলেন, আমরা এখনো নিহতের পরিচয় শনাক্তের কাজ করে যাচ্ছি। লাশটি ৩৫ টুকরো হওয়ায় নিহতের পরিচয় আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে নিহতকে তাসলিমা আক্তার উল্লেখ করে এক নারী নিজেকে তার মা দাবি করেছেন। আমরা এখন তার সঙ্গে নিহতের ডিএনএ পরীক্ষা করব।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, নিহতের লাশটি ৩৫ টুকরো হওয়ায় এই হত্যাকাণ্ডের জট খুলতে সময় লাগছে। তবে যে নারী নিজেকে নিহতের মা হিসেবে দাবি করেছেন তার ভাষ্য অনুযায়ী আটককৃত মুকুল হত্যাকারীদের একজন। এই হত্যাকাণ্ডে তিন ব্যক্তি অংশ নিতে পারে, যার মধ্যে নিহতের স্বামীও রয়েছে। তাকেসহ বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।