আশুলিয়ায় কারখানা বন্ধ

আশুলিয়ায় কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার : আজ শনিবারও বন্ধ রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯ টি পোষাক কারখানা।

শ্রমিকরা কাজে না ফেরায় এখনও কারখানাগুলো খুলে দেয়নি পোষাক মালিকরা। পরিস্থিতির অবনতি ঠেকাতে বিপুল পরিমাণ আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে শিল্পাঞ্চলে। র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবির টহল অব্যাহত রয়েছে।

কারখানার গুলোর আশপাশে শ্রমিকদের গণজমায়েত থেকে বিরত থাকতে মাইকিং করা হয়েছে। যানচলাচল সীমিত করা হয়েছে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে। আজ সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে অসন্তোষে অংশ গ্রহণ এবং উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় এ পর্যন্ত সাতটি মামলা দায়ের করা হয়েছে।মামলায় প্রায় দেড় হাজার শ্রমিক ও শ্রমিক নেতাকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে প্রায় ৩০ জনকে। উসকানি দেওয়ার অভিযোগে সর্বশেষ শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলাও দায়ের করেছে পুলিশ।

এর আগে একই অভিযোগে সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

এসব বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মহসিনুল কাদির এবং সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা এই অনীহা প্রকাশ করেন।

তবে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান দুপুরে নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি একটি তদন্তের ব্যাপার ছিল। তদন্ত সাপেক্ষে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে যাদের নাম এসেছে সে যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। তার ক্ষেত্রে (নাজমুল) এটির ব্যত্যয় ঘটেনি। নাশকতায় ইন্ধন, শ্রমিকদের উসকে দেওয়াসহ আরো অনেক কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরো তদন্তের পর পুরো বিষয়টি পরিস্কার হবে বলে জানান তিনি।