নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে দগ্ধ মো. জাফর (৪৫) মারা গেছেন।
বুধবার দিনগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাফরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।
তিনি বলেন, জাফরের অবস্থা আশঙ্কাজনক ছিল। তার শরীরের ৭২ শতাংশ দগ্ধ ছিল।
গত শনিবার সভারের আশুলিয়ায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে জাফর ও তার স্ত্রী দুলালী বেগম দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জাফর আশুলিয়ার একটি পোশাক কারখানার নিরাপত্তা প্রহরী ছিলেন এবং দুলালী ওই কারাখানার শ্রমিক। দগ্ধ দুলালীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।