আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন দুর্ঘটনা কবলিত ঈগল পরিবহনের চালক স্বদেশ (৩৫), স্কুলছাত্র আব্বাস (১৩), আনন্দ সুপার পরিবহনের চালক মজিবর রহমান (৪০) এবং স্থানীয় পোশাক কারখানার শ্রমিক মরিয়ম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস মরাগাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আনন্দ সুপার পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আনন্দ সুপার পরিবহনের চালক মজিবর রহমান মারা যান।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ২০-২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরো একজন মারা গেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক রাসেল মোল্লা বলেন, মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।