আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রিকশাচালক নিহত

আশুলিয়া: সাভারের আশুলিয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসেদ হোসেন কালু (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইল বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসেদ হোসেন কালু আশুলিয়া থানার শিমুলিয়া রনস্থল এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, সকালে আশুলিয়ার শিমুলিয়া এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাসেদ।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।