নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ত্রিশ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) নবীনগর ক্যাম্প সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিরিবিলির বিল্লালের মোটর গ্যারেজের পাশে ওই প্রাইভেটকারে ফেনসিডিলগুলো পাওয়া যায়।
আটককৃতের নাম আবদুল মালেক। তিনি দোহার থানার হাজারবিঘা গ্রামের আবদুর রাজ্জাক গাজীর ছেলে।
সাভার র্যাব -৪ এর নবীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার উনু মং জানান, মাদকের একটি বড় চালান পাচার হবে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মালেককে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।