
নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকার একটি সোয়েটার কারখানার ১০৫ জন শ্রমিককে ছাটাই করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে ছাটাইকৃত শ্রমিকদের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। এজাক্স সোয়েটার কারখানায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
কারখানার প্রধান ফটকে ঝুলিয়ে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে- আইনসঙ্গত ও যুক্তিসঙ্গত আইন অমান্য করা এবং সংঘবদ্ধ হয়ে অন্য শ্রমিকদের ভয়ভীতি দেখানোর অপরাধে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৩ ধারার উপধারা ৪ অনুযায়ী ১০৫ শ্রমিককে ছাটাই করা হল। এ ব্যাপারে কারখানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক নাসিম বলেন, ঘটনাটি জানার পর কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।