আশ্রয়কেন্দ্রে সন্তান প্রসব

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূর কন্যাসন্তান প্রসব হয়েছে। বুধবার রাতে উপজেলার রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি সন্তান প্রসব করেন।

গৃহবধূ ফারজানা আক্তার (২৩) উপজেলার রায়কোট নদীপাড় গ্রামের তাজুল ইসলামের মেয়ে ও পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ধনুশ্বরা গ্রামের মহিনের স্ত্রী।

ফারজানা বলেন, বন্যায় আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে। আমি গর্ভবতী অবস্থায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছি। বুধবার রাত ১২টার দিকে হঠাৎ ব্যথা উঠলে আশপাশের মহিলাদের সাহায্যে আমার একটি কন্যা সন্তান জন্ম হয়। আগেও একটি কন্যা সন্তান রয়েছে আমার। আমি মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট।

রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দায়িত্বরত মাস্টার আবু ইউসুফ জানান, ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা। বুধবার রাতে গৃহবধূ ফারজানা আক্তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা-মেয়ে দুজনেই এখন ভালো আছেন।