আশ্রয়ন প্রকল্পে সন্ত্রাসী হামলা-ভাংচুর-লুটপাট সংঘর্ষে নারীসহ আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলা এলাকায় পৌরসভার আশ্রয়ন প্রকল্পে সন্ত্রাসী হামলা-ভাংচুর-লুটপাট ও সংঘর্ষে ২ নারীসহ আহত হয়েছে ১০ জন। গুরুত্বর আহত রোজিনাসহ ২ নারীকে গোপালগঞ্জ সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। রোববার রাতে দফায় দফায় এ সন্ত্রাসী হামলা-ভাংচুর,  লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার এস আই মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের এস আই মামুন ও মান্দারতলায় পৌরসভার স্বপ্নের ঠিকানা নামে আশ্রয়ন প্রকল্পের মসজিদ কমিটির সভাপতি রাজ্জাক মিয়াসহ ক্ষতিগ্রস্থ সকল শিশু-কিশোর ও বৃদ্ধ নারী পুরুষ অভিযোগ করে বলেন, আশ্রয়ন প্রকল্পের এক নম্বর ঘর মালিক আসমার ঘরে একই এলাকার হামীম ও শামিম সহ বেশ কয়েকজন বখাটে যুবক দীর্ঘ দিন ধরে প্রতিদিন রাতে ও দিনে আড্ডা মারে এবং মাদক সেবনসহ নানান ধরনের অপকর্ম করে থাকে। আসমার নির্দেশে তারা আশ্রয়ন প্রকল্পের উঠতি বয়সের মেয়েদের কু-প্রস্তাবসহ জোর করে ধর্ষনের মত কাজও করে। তাদের ভয়ে উঠতি বয়সের কোন মেয়েরা ছাড়াও বিবাহিত মহিলারা রাতের বেলা ঘর থেকে বের হতে পারেনা। সম্প্রতি সন্ত্রাসীরা অর্চনা নামে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে বেদম ভাবে মারপিট এবং শারীরিক নির্যাতনও করে। প্রকল্পের লোকজন বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ গন্যমান্য ব্যাক্তিদের জানিয়েও কোন আশানুরুপ ফল পায়নি।
এরই এক পর্যায়ে রোববার সন্ধ্যায় আশ্রয়ন প্রকল্পের লোকজন প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আসমার নির্দেশে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আশ্রয়ন প্রকল্পের লোকজনের উপর হামলা চালিয়ে তাদের ঘর বাড়ী-আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। ঠেকাতে গেলে সন্ত্রাসীরা রোজিনাসহ বেশ কয়েকজন নারী পুরুষকে লোহার রড়-লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
ওই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ-সাংবাদিকরা ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার পর ওই প্রকল্পের নারী পুরুষদের মধ্যে এখনও আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এদিকে এ ঘটনার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে আশ্রয়ন প্রকল্পের মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে। রাজ্জাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবী জানিয়েছে। একই সাথে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপারে জানতে চেয়ে আসমার সাথে কথা হলে সে নিজেকে নির্দোষ দাবী করে বলে, আমার ঘরে একটি দোকান রয়েছে। দোকানে কাস্টমার আসলে আমি কি নিষেধ করতে পারি। শহরের মৌলভীপাড়া থেকে উচ্ছেদকৃত প্রতিটি মানুষকে একটি করে ঘর তৈরী করে দিয়ে সরকার আপনাদের পূর্ণবাসন করেছে কিন্তু আপনি দুটি ঘর পেলেন কি করে এমন এক প্রশ্নের উত্তরে আসমা বলে, স্বামী তালাক প্রাপ্ত আমার মেয়ের জন্য অপর একটি ঘর নিয়েছি। পেশী শক্তি খাটিয়ে আপনি ঘরটি নিয়েছে কিন্ত ঘর পাওয়ার মত এমন অনেক দরিদ্র-হতদরিদ্র মানুষ ঘর পায়নি তাদের কাউকে ঘরটিতো দিতে পারেন এমন প্রশ্নের উত্তরে সে কোন কথা বলেনি।