
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আলোচিত ও সমালোচিত হয়েছিল পোলিশ ভাষার ‘থ্রি সিক্সটি ফাইভ ডেইজ’ সিনেমাটি। সমালোচনার পাশাপাশি দর্শকের কাছে পেয়েছে তুমুল জনপ্রিয়তাও। গত বছর নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেলে পুরো বিশ্বেই আলোড়ন তোলে। সেই চাহিদার কথা ভেবেই দ্বিতীয় পর্ব আসছে ‘থ্রি সিক্সটি ফাইভ ডেইজ’ সিনেমাটির।
ব্লাংকা লিপিংস্কার প্রথম উপন্যাস ‘ট্রাইওলজি’ গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয় সিনেমাটি। এক সুন্দরীর প্রেমে পড়ে গিয়ে এক যুবক গডফাদারের নানা কীর্তি কাহিনি নিয়ে গড়ে উঠা এর গল্প জয় করেছে কোটি দর্শকের মন। তাদের জন্যই দ্বিতীয় কিস্তির কাজ চলছে। দিন কয়েক আগে শুটিংও শুরু হয়েছে।