
ক্রাইম পেট্রোল বিডি প্রতিনিধি: টাঙ্গাইলের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব মো: জিয়াউল আবেদীন এল.এল.এম ১৯৭৭ সালের ১লা ডিসেম্বর টাঙ্গাইল সদরের পিচুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত আওয়ামী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম বেলায়াত হোসেন ছিলেন একজন সরকারি কর্মকর্তা। মা জয়নব বেগম একজন আদর্শ গৃহিনী। চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় সন্তান। ষষ্ঠ শ্রেণির ছাত্র থাকাবস্থায় ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর সংগঠনের’ সদস্যপদ লাভের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পদার্পন এই উদিয়মান তরুণ নেতার।
বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের অতন্দ্র প্রহরী যারা তিনি তাদেরই একজন। কিশোর বেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেনেছেন জীবনের অদর্শ। রাজপথের পরীক্ষীত সৈনিক হিসেবে তিনি দলের কাছে ও এলাকার মানুষের কাছে অধিক পরিচিত। হেঁটেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথে। তিনি তুফানের মতো উড়িয়ে দিয়েছেন বহু বাধা, বহু প্রতিক‚লতা। পরাজয়ের সাথে কখনোই আপোস করেননি তিনি। দলের জন্য তিনি নির্ভীক বীরের মতো আভির্ভূত হয়ে সততা, ন্যায়পরায়নাতা, যোগ্যতা ও নিষ্ঠার সাথে পালন করেছেন দলের অর্পিত গুরু দায়িত্ব। তাই তাকে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাজেয় কান্ডারি বললেও অত্যুক্তি হয় না।
তিনি ১৯৮৮ সালে তেজগাঁও নাজনীন উচ্চ বিদ্যালয় (নাজনীন স্কুল এন্ড কলেজের) স্কুল শাখার বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ এর আন্দোলনের সময় বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রলীগের সহ -সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে দায়িত্ব পালন করেন মাজহার হুমায়ুন কমিটির ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য হিসেবে। ১৯৯৫-১৯৯৬ সালে তৎকালীন জনপ্রিয় মেয়র হানিফের সৃষ্ট ‘জনতার ম ’ আন্দোলনে অপরাজেয় সৈনিকের ভ‚মিকায় অবর্তীর্ণ হন এই উদীয়মান নেতা। ১৯৯৫ সালের দিগম্বর আন্দোলনে তিনি বিএনপি’র বিরুদ্ধে দলের পক্ষে কাজ করেন। ১৯৯৭ সালে তিনি ধানমন্ডি ‘ল’ কলেজে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের ‘আইন ছাত্র -পরিষদের’ কেন্দ্রীয় সংসদের আইন সম্পাদক নির্বাচিত হন।
১৯৯৮ সালে ঢাকা মহানগর সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদন পাহারায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন। ২০০৬ সাল পর্যন্ত লিয়াকত বাবুর কমিটিতে ছাত্রলীগের সহ সম্পাদক নির্বাচিত হন। ২০০৬-২০১৪ সাল পর্যন্ত যুবলীগের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
২১ শে আগস্ট গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। সেই আঘাতের ক্ষত আজো বয়ে বেড়ান তাঁর দু’পায়ে। তবুও হাল ছাড়েননি।
২০০৫ সালে র্যাব কর্তৃক তিনি অপহৃত হন এবং দৈবক্রমে জীবন ফিরে পান। বঙ্গবন্ধুর আদর্শকে জীবনে জড়িয়ে সয়েছেন দু:সহ যাতনা। বুকের ভেতর বহন করেন দু:সহ দহন। তবু হার মানেননি এই দু:সাহসী অপরাজেয় আওয়ামী সৈনিক। যে সব নেতা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করে চলেছেন তরুণ এই উদীয়মান জননেতা জনাব মোঃ জিয়াউল আবেদীন এল.এল.এম তাদের অন্যতম। কোন লোভ তাকে স্পর্শ করতে পারেনি। তিনি কেবল দল বোঝেন, মানুষ বোঝেন, বোঝেন বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
২০১৩ সাল থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই কমিটির প্রথম সারির নেতা। দলের কাছে তার বিশ^াসযোগ্যতা ও এলাকার মানুষের কাছে তার সুনাম ও জনপ্রিয়তা অন্যান্যদের চেয়ে সহ¯্রগুণ বেশী। ২০১৮ সালে জামায়াত শিবির তার প্রাণ নাশের চেষ্টা চালালেও তিনি বেঁচে ফেরেন।
আগামীতে তিনি টাঙ্গাইল-০৫ সদর (জাতীয় ১৩৪নং) আসনে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হলে জীবনের শেষ নি:শ^াস পর্যন্ত বঙ্গকন্যা শেখ হাসিনার হাত ধরে এলাকার গণমানুষের সেবা ও সার্বিক উন্নয়ণ সাধন করে যেতে চান।
তার নির্বাচনী এলাকা ও গণ-মানুষের জন্য রয়েছে সু-পুরিকল্পনা, যা তার যোগ্য নেতৃত্বের পরিচয় বহন করে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তা ও নেতৃত্বের বিচারে উক্ত আসনে তাঁর যোগ্যতার ধারে কাছেও নেই কেউ। নিজের স্বর্বস্ব দিয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসেন তিনি। এলকার মানুষের দু:খ-সুখের একান্ত দোসর তিনি।
ক্রাইম পেট্রোল বিডির একান্ত সাক্ষাৎকারে এই তরুণ নেতা বলেন, মানুষকে ভালোবাসাই তার দুর্বলতা” শত অর্থকষ্ট তাকে দল ও মানুষ থেকে আলাদা করতে পারেনি। জীবনে তিনি কখনও পিছু হটেননি। অসীম সাহস ও গভীর ভালোবাসা নিয়ে সুখে-দু:খে, বিপদে-আপদে, সময়ে-দু:সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের পাশেই ছিলেন এবং থাকবেন। টাঙ্গাইল-০৫ সদর আসনের প্রিয় মুখ, প্রিয় নেতা জনাব মোঃ জিয়াউল আবেদীন এল.এল.এম।
দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই রক্ত কখনোই বেইমানী করেনা।’ ১৯৯৪-১৯৯৫ সালে তৎকালনি জগন্নাথ হলের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকারের স্মৃতি অক্টোর হলে আশ্রয় না পেলে তিনি সেনা বাহিনীর হাতে নিহত হতেন। দলের জন্য এমন ত্যাগী নেতা কজনই বা হয়!
তিনি বলেন, বিএনপি কোন দল নয়। তারা টাকার বিনিময়ে মানোনয়ন দেয়। লুটপাটের রাজনীতি করেন। তাই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছেন। টাঙ্গাইল সদরের ৪ লক্ষ ভোটারের মধ্যে ১ লক্ষ তাতী লীগ। তারা সবসময় এই সম্ভাবনাময় নেতার পাশেই আছেন।
তিনি আগামী একাদশ সংসদ নির্বাচনে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ণে কাজ করবেন। ড্রিজিংয়ের অবৈধ বালু বাণিজ্য বন্ধ করবেন। গারিন্দা, হুগড়া, কাকুয়া-কাতুলী ও মাহমুদ নগর নদী-ভাঙ্গন রোধ করবেন। তিনি নদী ভাঙ্গন রোধে বøকবাঁধ দিয়ে এলাকার মানুষের দু:খ দূর করবেন।
তিনি মশরা ইউনিয়ন থেকে কাতুলী যেতে চরম যানজন নিরসন করবেন। এলাকার বেকার সমস্যা দূরীকরণের জন্য সরকারের পাশাপাশি বেসকরকারীভাবে কর্মসংস্থান সৃষ্টি করবেন। তিনি এলাকায় ১২,০০০-২০,০০০ (বার হাজার থেকে বিশ হাজার) মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ২০৪১ সালে এই প্রকল্প থেকে ২৫% বিদ্যুৎ সারা দেশে সরবরাহ করতে বদ্ধপরিকর। তিনি এলাকার অলাভজনক অকৃষি জমিতে দেশী ও আন্তর্জাতিক অর্থায়নে পাওয়ার স্টেশন করবেন। প্রতিটি গ্রামে সংসদ তহবিলের সাহায্যে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করবেন। এতে অত্র এলাকার লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে, দূর হবে বেকার সমস্যা, হ্রাস পাবে দারিদ্রতার হার। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বণায়ন করবেন। বেকার সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক উদ্যোগে গরু মোটা তাজাকরণ প্রকল্প ও খামার প্রকল্প চালু করবেন। মাছ চাষের সুব্যস্থাও করবেন। এলাকার নদীতে নেটের ড্রাম দিয়ে মাছ চাষ শুরু করবেন। যাতে টাঙ্গাইলে গণ-মানুষের দারিদ্রতার হার শূণ্যের কোঠায় নেমে আসে এবং এলাকার আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন হয়।
এলাকার নারীদের জন্য তিনি পৃথক কর্মজীবি মহিলা ছাত্রাবাসের সুব্যবস্থা করবেন। খাদ্য মজুদের জন্য আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সমৃদ্ধ হিমাগার স্থাপন করবেন। তাঁর নির্বাচনী এলাকায় আরও শিক্ষাপ্রতিষ্ঠান, আরও হাসপাতাল এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবেন। তিনি টাঙ্গাইল-৫ সদর এলাকে একটি অত্যাধুনিক শিক্ষানগরী ও স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গ্রামে কলা-আনারসের জুস কারখানা তৈরি করবেন। টাঙ্গাইলের মিষ্টি ব্যবসা- ডেইরী ফার্ম স্থাপন ও গরুর খাঁটি দুধ ও গাভী পালনের মতো প্রকল্প বাস্তবায়ন করবেন। এতে লক্ষ বেকারের বেকার জীবনের অবসান ঘটবে। সর্বোপরি মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা বাংলাদেশ অওয়ামী লীগের জন্য তাঁর অকৃত্রিম ত্যাগ তাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। তাই টাঙ্গাইল-০৫ সদরের গণ-মানুষের একমাত্র আশা-ভরসার শেষ আশ্রয়স্থল হতে পারেন মনোনয়ন প্রত্যাশী সম্ভাবনাময়ী, উদীয়মান জননেতা জনাব মোঃ জিয়াউল আবেদীন এল. এল. এম।
তিনি বলেন, হাজার কোটি টাকা বরাদ্ধ থাকার পরেও ঠিক সময়ে তার এলাকার অনেক উন্নয়ন কাজ সম্পন্ন হয়নি। তিনি অস্তি-মজ্জায় আওয়ামী চেতনাবোধসম্পন্ন একজন যোগ্য নেতা। তিনি বর্তমানে পৈত্রিক সম্পত্তি, কৃষি উৎপাদন এবং বনায়ণ করে জীবিকা নির্বাহ করেন। তিনি তাঁর এলাকার অস্পূর্ণ কাজ সম্পূর্ণ করে একটি আধুনিক ও যগোপযোগী শহরে পরিণত করতে চান টাঙ্গাইল-০৫ সদর অ লকে।