আসন্ন ঈদে বৃষ্টি হলেও ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হবে না- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

এস,এম মনির হোসেন জীবন : আসন্ন ঈদে বৃষ্টি হলেও ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হবেনা বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।
তিনি আর ও বলেন, সড়ক মহাসড়ক এখন সচল আছে। আশা করি আসন্ন ঈদে সড়কে কোন ধরনের যানজট হবেনা এটি আমি যাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই। রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে। তাই এবার ঈদযাত্রায় বৃষ্টি হলেও যাত্রীদের কোন ভোগান্তি হবে না। তবে, গাড়ি চালক ও যাত্রীদেরকে এক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক ও মহাসড়ক গুলোতে এখন আর যানজট নেই। রাস্তা গুলো এখন ”ইউজেবল অ্যান্ড পাসেবল”। ঈদে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ পেলে আমরা সাথে সাথে তার ব্যবস্থা নিচিছ। প্রয়োজনে ওই বাসের টিকেট কাউন্টার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলেই এই বাসগুলো নামানো হবে। বাস মালিকরা এবার ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরদ্ধে ত্বরিত গতিতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে ।
রাস্তার ওপর কেউ গরু নিয়ে বসলে, সেই গরু ধরে নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কোরবানির পশুর হাটে থাকা ভিজিলেন্স টিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আর ও বলেন, বাস টার্মিনাল ও সড়ক-মহাসড়ক গুলো বিপুল সংখ্যক র‌্যাব,পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাত দিন কাজ করছেন। কোন ধরনের অভিযোগ নেই।
গাবতলী বাস টার্মিনালের ভেতরে হানিফ বাসের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিবহনের টিকিট কাউন্টার পরিদর্শন এবং কাউন্টার কর্মকর্তা ও বাস যাত্রীদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেও বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। এবার পথে পথে হাইওয়ে পুলিশ, র‌্যাব,আনসার, বিআরটিএ’র ভিজিলেন্স টিম প্রস্তুত আছে। যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে। আমরা সবাই রাস্তায় থাকব। আমি নিজেও রাস্তায় আছি।
পশুর গাড়ি আসার ক্ষেত্রে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, পশুর গাড়ি রাজধানীর কোরবানির হাঁটগুলোতে আসবে। তবে পশু নিয়ে যাতে ফিটনেসবিহীন গাড়ি না আসে, সে বিষয়ে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। সরকার এবিষয়ে যথেষ্ট সচেতন।
মহাসড়কে যানজট প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে এখন প্রবল্বিত যানজট নেই। কোথাও কোথাও গাড়ি ধীরগতিতে চলছে। গাজীপুরের চন্দ্রমোড় এখন ফুটবল খেলার মাঠ হয়ে গেছে। এখানে কোন যানজট নেই।
গাড়ির চালকদের হুশিয়ারী দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে গাড়ি চালকরা সাবধানে গাড়ি চালাবেন। উল্টো পথে কেউ গাড়ি চালাবেন না। তবে কিছু লোক ভিআইপি, কথিত ভিআইপি ও রোগী সেজে অ্যাম্বুল্যান্স দিয়ে রাস্তার উল্টো পথে যাতায়াত করেন। তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।